অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে।
মালদা:আমজাদ আলী,শুক্রবার দিন সাত সকালে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত নারায়ণপুর গ্রামে একটি জলাশয়ে। ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। খুন নাকি অন্য কিছু আতঙ্কে গ্রামবাসীরা।হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য তারিকুল ইসলাম বলেন, আজকে সকালে শুনতে পেলাম নারায়ণপুরের মনিতে একটি দেহ ভাসছে।আমি সেখানে গিয়ে দেখলাম তবে দেহটি স্থানীয় কোন ব্যক্তির নেই, আশেপাশে গ্রামে খোঁজ নিলাম তার পরিচয় পাওয়া যাচ্ছে না।আমরাও বুঝতে পারছি না খুন করেছে না আত্মহত্যা।এই ঘটনায় খুব আতঙ্কে আছে গ্রামের মানুষের।আমাদের এলাকায় ধরনের ঘটনা ঘটেনি।পুলিশ এসছে বিষয়টি দেখছে।
স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান বলেন,মনিতে একটি দেহ ভাসছিলো দেখতে পেলাম।পাশে গিয়ে দেখলাম আমাদের এলাকায় আশেপাশে বাড়ি নেই।বুঝতে পারছি না কিভাবে দেহটি সেখানে আসলো।এই ঘটনায় আমরা খুব আতঙ্কিত রয়েছি।
Comments
Post a Comment