জেলা পরিষদের উদ্যোগে দেড়শ মিটার রাস্তার শিলান্যাস,দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকাবাসী


মালদা:আমজাদ আলী;মালদা জেলা পরিষদের সহকারি সভাধিপতি এটিএম রফিকুল হোসেনের উদ্যোগে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে মালদা জেলার চাঁচল ১ নম্বর ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের নূরগঞ্জ এলাকায় স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার দেড়শ মিটার রাস্তার শিলান্যাস হল।মঙ্গলবার ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে রাস্তার শিলান্যাস করা হয়।এদিন অনুষ্ঠানে মালদা জেলা পরিষদের সহকারি সভাধিপতি এটিএম রফিকুল হোসেন ছাড়াও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।জানা গেছে,এন পি এন আর ফ্যান্ড থেকে প্রায় ১০ লক্ষ টাকা বরাদ্দ অর্থে নুরগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রের বেহাল রাস্তাটি শিলান্যাস করা হয়।এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকাবাসী।

মালদা জেলা পরিষদের সহকারি সভাধিপতি এটিএম রফিকুল হোসেন বলেন,নুরগঞ্জে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশে এক থেকে দেড়শো মিটার রাস্তা বেহাল অবস্থায় পড়েছিল।স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধনের দিন কথা দিয়েছিলাম, রাস্তার সমস্যা দূর করব।জেলা পরিষদের উদ্যোগে সে রাস্তাটির আজ শিলান্যাস হল।এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও প্রচেষ্টায় আমরা বিভিন্ন কাজ করতে পারছি।

Comments

Popular posts from this blog

অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে।